বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারগণ ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ওই সময়সীমা তারা অতিক্রম করতে চায় না।
ওয়ারিশদের প্রয়োজনে অনেক সময় মৃত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের প্রয়োজন হয়। আগে এ প্রক্রিয়া কিছুটা কঠিন হলেও এবার সেই পদ্ধতি সহজ করা হচ্ছে। এ ধরনের সংশোধনীর ক্ষেত্রে আবেদনটির নথি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), চার নির্বাচন কমিশনার ও সচিবের দপ্তরে যেত এবং তাদের অনুমতি লাগত।